রবিবার , অক্টোবর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াতশিবিরের নাম মুছে ফেলতে চেয়ে ছিলো

লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াতশিবিরের নাম মুছে ফেলতে চেয়ে ছিলো

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন জালিম আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ
হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম
মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো কিন্ত
পারেনি। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডিসহ সারা দেশে প্রায় দেড় হাজার জামায়াত
শিবিরের নেতাকর্মীর শহীদ হয়েছে। আজকে শহীদ আবু সাঈদ,মগ্ধুর বিনিময়ে এই সুন্দর
দিন পেয়েছি আমরা। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে না পারে
সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। আওয়ামীলীগ
সরকারের আমলে সবচেয়ে জামাত শিবিরের উপরে জুলুম নির্যাতন চালিয়েছেন বেশি।
শেখ হাসিনা বলেন আমি পালাবো না,কিন্ত তিনি এখন দেশে ছেড়ে পালিয়ে গেলেন
কেন। সেই জালিম সরকারের পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কোন বৈষম্য থাকিবে
না,সেই দিন ধর্মের ভিত্তিতে বিচার হবে না,আওয়মীলীগ সরকার ইসলামকেই তুলে দিতে
চেয়ে ছিল,নজরুল ইসলাম কলেজকে ইসলাম বাদ দিয়ে এখন নজরুল কলেজ করেছে জালিম
আওয়ামীলীগ সরকার,এই স্বাধীন দেশে আর কোন চাঁদা বাজি হতে দিবো না। আমরা
পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবো। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে
ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার
ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় দিনাজপুরের
হিলি হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড
কলেজের হলরুমে আলোচনা সভা ও সকল শহীদদের স্বরণ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার
আমীর মোঃ আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
দিনাজপুর জেলা মজলিসের শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল
ইসলাম এর সভাপতিত্বে ুবক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দিনাজপুর দক্ষিণ
সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ
সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, জেলা তালিমুল
কোরআন বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ মোঃ তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি
মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা সাবেক আমীর আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমীর
মোঃ সাইফুল ইসলাম,বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহিনুর
ইসলাম,আলিহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মান্নান,উপজেলা শ্রমিক
কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক,
জেলা দক্ষিণের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কায়ুম,উপজেলা ছাত্র শিবিরের মোঃ আলহাজ
হোসেন,জামায়াতের সমর্থক আব্দুর রশিদ মাষ্টার,সাইদুল ইসলাম,মেহেদী হাসান,
শাহিনুর ইসলাম শাহিনসহ চার উপজেলার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আলোচনা সভা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে এবং ২০২৪ সালে
জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,“আমার জানা নেই যে আমার মা কোনদিনও আমাদেরকে মুখে গালি দিতেন অথবা আমাদেরকে …