রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। র‌্যালি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে ‘বড়াল সভা’ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল’র সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সাবান ও বিস্কুট বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …