নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়াল সভা কক্ষে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ ও সূধীজন অংশ নেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …