রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় পুকুর খনন করে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সিংড়ায় পুকুর খনন করে মাটি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে মোঃ আব্দুল জলিল নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযুক্ত মোঃ আব্দুল জলিল মহেশচন্দ্রপুর এলাকার মৃত ফরিদ উদ্দিন মৃধার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অভিযোগে মো. আব্দুল জলিল নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …