বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের

লালপুরে পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের

প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক লালপুর,……নাটোর লালপুরে পদ্মা নদী এলাকায় চরজাজিরা ও মহাদিয়ার মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও সহ বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মেসার্স রোকন এন্টার প্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধবাবে বালু উত্তোলন করছে বলে জানা গেছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী হয়। এবিষয়ে মেসার্স রোকন এন্টার প্রাইজ এর রোকনুজ্জামান লুলুর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন,তদন্ত সাপেক্ষে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

অদম্য প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক সিংড়া……… আলিম পরিক্ষায় পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ইসলামী …