শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় মহড়া অনুষ্ঠিত 

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় মহড়া অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক……“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা মহড়ায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। 

আজ সোমবার সকালে শহরের হরিশপুর এলাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে  জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজনে  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস টি পালন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রওশন আলী ,জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা আব্দুল বাসেদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়ম, নাটোর  ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার  মোঃ ফিরোজ কুতুব সহ স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে স্কুল মাঠে দুর্যোগ থেকে বাঁচতে একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় অংশ নেয় স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …