শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই -সাবেক ভিপি রাজন

হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই -সাবেক ভিপি রাজন

নিজস্ব প্রতিবেদক লালপুর…….হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই, ধর্ম যার যার দেশটা সবার। লালপুর-বাগাতিপাড়ার সকল উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো। আমরা আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছে, আগামীতেও থাকবে। পূজা মন্ডপে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা”।

শনিবার (১২ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া, চংধুপইল, আড়বাব, দুড়দুড়ীয়া, বিলমাড়ীয়া, লালপুর, ঈশ্বরদী 

 ইউনিয়ন সহ ৭টি ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন এসব কথা বলেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু। 

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকিম, ওয়ালিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও  ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার, সাধারণ সম্পাদক আশীষ কুমার সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষসহ বিভিন্ন বয়সের দর্শনার্থী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বীদের  সাথে কুশল বিনিময় করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …