শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে ডিসি ও ইউএনও

পুঠিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে ডিসি ও ইউএনও

পুঠিয়ায় ডিসি- ইউএনও সপরিবারে পূজা মণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,…..শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুঠিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলার ভারপ্রাপ্ত- জেলা প্রশাসক সরকার অসীম কুমার ও উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝর।

বৃহস্পতিবার ১০ (অক্টোবর) সন্ধ্যার পর পুঠিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় তাদের সস্ত্রীক পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঁচআনী রাজবাড়ী বাজার গোবিন্দ বাড়ি দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কালে কর্মকর্তারা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আর পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি, যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোন সমস্যা না হয় আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তায় সবসময়ই আপনাদের পাশে থাকবে।

পরিদর্শনকালে পূজা মণ্ডপ গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রসাশক ও ভারপ্রাপ্ত- জেলা প্রসাশক সরকার অসীম কুমার।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …