নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া… নাটোরের বাগাতিপাড়ায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের টেটনপড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩১ বছর। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার গায়ে ছিল সাদা রংয়ের টিশার্ট এবং পরনে ছিল ঘিয়া রংয়ের প্যান্ট। এক ছাত্রের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছুদিন সে ঢাকার গাজীপুরের একটি পরিত্যক্ত পুলিশ বক্সে রাত্রি যাপন করেছে। দিনের বেলায় ছাত্রদের সাথে আন্দোলনে মাঠে থেকেছে। তবে, কিছুদিন থেকে ওই এলাকায় তাকে আর দেখা যাচ্ছিল না। সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। শান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …