রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি সর্বহারা পার্টির!

নাটোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি সর্বহারা পার্টির!

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে তিন ব্যক্তির বাড়িতে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছে কথিত সর্বহারা পার্টির সদস্যরা। গত (৮ অক্টোবর) মঙ্গলবার সকালে বাড়ির গেটের ভেতরে খাম ভর্তি চিঠি পান গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজ সংলগ্ন এলাকার তিন বাসিন্দা। তারা হলেন, নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার ও ব্যবসায়ী সোহেল আনোয়ার। এ ঘটনায় উত্তম কুমার কুন্ডু ও সোহেল আনোয়ার গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। “সর্বহারা” শিরোনামে চিঠিতে লেখা হয়েছে,‘আশাকরি মহান আল্লাহর দোয়ায় ভালোই আছেন। দোতলা বাড়ি,ছেলে,বউ সব মিলিয়ে ভালো। আমরা ভালো নাই। বছরের বেশির ভাগ সময় জেলে থাকি। আর যে বাকি সময় বাহিরে থাকি, সেটুকু সময় গরীব দুখিদের সাহায্য করি। আপনাকে পাঁচদিন সময় দেওয়া হলো। এই পাঁচ দিনের মধ্যে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে রাখবেন। তাছাড়া আপনার ছেলেকে জবাই করে মাথা পাঠিয়ে দিবো আপনার বাসায়। পুলিশ কিংবা আইনের যেকোনো বাহিনী এক বছরের মধ্যে আমাদের ধরতে পারবেনা। ততদিনে আপনার ছেলের গলা কাটা জবাই করা লাশ হার হয়ে যাবে। টাকা কোথায় কিভাবে দিবেন আমরা জানিয়ে দিবো। (সর্বহারা)।’ সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু জানান,‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেট দিয়ে বের হওয়ার সময় একটি খাম দেখতে পান। সেই খাম খুলে দেখেন সর্বহারা শিরোনামে একটি চিঠি তাকে ও তার পরিবারকে কেন্দ্র করে। পাঁচ লাখ টাকা দাবি করেছে তারা। না দিলে ছেলেকে মেরে ফেলবে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। এই প্রথম তার সাথে এমন ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।’ ব্যবসায়ী সোহেল আনোয়ার জানান,‘তিনি চিঠি পাওয়ার পরপরই থানা পুলিশকে অবগত করেছেন। আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তিনি এর সুষ্ঠু সমাধান চেয়েছেন।’ প্রধান শিক্ষক বাবুল সরকার জানান,‘তিনি ও তার পরিবার বেশ আতঙ্কিত চিঠি পাওয়ার পরে। এখনও থানা পুলিশকে বিষয়টি অবগত করেননি। তবে বুধবার বিকেলেই অবগত করবেন বলেও জানিয়েছেন। তার কাছেও পাঁচ লাখ টাকার দাবি করা হয়েছে পাঁচদিনের মধ্যে।’ এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন,‘সর্বহারা কোথাও নেই। হয়তো কোনো মাদকসেবী এই কাজ করেছে। দুই জন এ সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি অতি দ্রুত এদের চক্রকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …