বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি

রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে
টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি। তবে হিলি
ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,ভারত হিলি এক্সপোর্টর অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট
অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ
বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত তারা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি
বন্ধ রাখবেন। সেই অনুযায়ী আজ থেকে টানা ৬ দিন বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-
রপ্তানি বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-
রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো: বদিউজ্জামান জানান,বন্দর দিয়ে
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী
পারাপার স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …