বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ৩৫০টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু

নাটোরের ৩৫০টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের ৩৫০ টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। আজ বুধবার খুব সকালে প্রতিটি মন্দিরে ঘটে ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ঢাকের বাদ্য, কাঁসর আর ঘন্টা ধ্বনী ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দূর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এবারে প্রতিদিনই সকাল ৯ টার মধ্যে সকল পূজা সমাপন হবে।

ভক্তরা মায়ের চরণে অঞ্জলী দিয়ে দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়। প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে সকল প্রকার রোগ শোক দূর হয়ে শান্তি স্থাপিত হয়। এবার দেবীর দোলায় আগমন হবে। 

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …