বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে পূজা নিরাপত্তায় ৩২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

বড়াইগ্রামে পূজা নিরাপত্তায় ৩২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

  নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে পূজা নিরাপত্তায় ৩২০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে থেকে তাদের মোট ৪৭ টি পূজামন্ডপে অতি গুরুত্বপূর্ণ , গুরুত্বপূর্ণ  ও সাধারণ শ্রেণীতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা প্রশাসক ( নির্বাহী কর্মকর্তা) লায়লা জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ সেনাবাহিনীর  বনপাড়া বড়াইগ্রাম ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ডেন্ট জাহিদ হোসেন, আনসার ও ভিডিপি উপজেলা কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রশিক্ষক মাসুদ রানা প্রমুখ।

উপজেলায় ৪৭ টি মন্ডপের মধ্যে ১৯ টি অতি গুরুত্বপূর্ণ ২৩ টি গুরুত্বপূর্ণ ও ৫ টি  সাধারণ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ শ্রেণীতে ৮জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণীতে ৬ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

আরও দেখুন

অদম্য প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক সিংড়া……… আলিম পরিক্ষায় পাস করা অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ইসলামী …