নিজস্ব প্রতিবেদক, সিংড়া: চলনবিলের জীব ও বৈচিত্র রক্ষায় দেশি প্রজাতির পাখি সহ শীতের আগমনে উড়ে আশা অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় চলনবিল যুব সংঘের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। চলনবিল যুব সংঘের সভাপতি বাবুল হাসান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলনবিল যুব সংঘের প্রধান উপদেষ্ঠা ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আরী রানা।প্রধান আতিথি তার বক্তব্যে বলেন,দেশের সর্ব বৃহৎ চলনবিলের জীবও বৈচিত্র আজ হুমকির মুখে। অতিরিক্ত পাখি শিকার করার কারনে চলনবিলের বিভিন্ন ফসলে পোকা মাকড় উপদ্রব বেড়েছে।যা শুধু কীটনাশক দ্বাড়া দমন সম্ভব নয়।যেহেতু পাখির খাদ্য যে কোন কীট বা পোকা মাকড় । তাই পাখির স্বাভাবিক বিচরণ নিচ্ছিত করলে একদিকে যেমন ফসলের পোকার উপদ্রেব কমবে অন্যদিকে চলনবিলের জীব ও বৈচিত্র হয়ে উঠবে সবার কাছে এক মনোরম দৃশ্যের।এসময়ে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিংড়া দমদমা পাইলট স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক আনিসুর রহমান লিখন,সিংড়া পৌর সভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, সিংড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার,মানবাধিকার কর্মী শরিফুল হাসান মৃধা, যুব সংঘের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।উপস্থিত ছিলেন,জি.এ কলেজের সাবেক জিএস দুলাল,যুব সংঘের সাংগঠনিক সাহাবউদ্দিন,ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল মোমিন প্রমূখ।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …