সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা

নাটোরে কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণসভা

 নিজস্ব প্রতিবেদক:

ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শহীদ আরবার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী ও নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবীতে মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা ( এনএস) সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে মৌন মিছিল শেষ হয়। পরে সেখানে এক স্মরণসভা হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের, সদস্য সচিব মীর হাবিব,যুগ্ন আহবায়ক অনিক,ফয়সাল আহম্মেদ সহ কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আবরার ফাহাদ সেই আবরার ফাহাদ কে কিছু কুলাঙ্গার কিছু সন্ত্রাসী ছাত্রলীগের তিন ঘন্টা ধরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়।২৫ জন আসামীর ভিতর ২০ জনকে ফাসি ও ৫ জনকে যাবতজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। তাই আমাদের দাবী আবরার হত্যাকারীদের দ্রুত ফাসী কার্যকর করা হয়।না হলে নাটোর থেকে আন্দোলন গড়ে তুলা হবে।

আরও দেখুন

নাটোর-৪ আসনের সাবেক এমপি ও জাপা’র প্রেসিডিয়াম সদস্যআবুল কাসেম সরকার রাজনীতি থেকে বিদায় নিলেন

নিজস্ব প্রতিবেদক:ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে বিদায় নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের …