সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / মুচলেকায় ছাড়া পেল শিকারি সিংড়ায় ১৭ টি ঘুঘু মুক্ত আকাশে উড়লো

মুচলেকায় ছাড়া পেল শিকারি সিংড়ায় ১৭ টি ঘুঘু মুক্ত আকাশে উড়লো

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া বালু পয়েন্টে কাঁশ ফুলের মাঝে কারেন্ট জালের ফাঁদ পেতে ঘুঘু পাখি শিকার করছিলেন স্থানীয় দিন মজুর মহসিন আলী। মুঠোফোনে খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খাঁচা ভর্তি ১৭ টি পাখি সহ দুটি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করেন। পরে পাখিগুলো অবমুক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত জনসাধারণকে সচেতন ও অভিযুক্ত পাখি শিকারির কাছ থেকে কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, প্রভাষক মিজানুর রহমান, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, রফিকুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …