শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক সভা

বাগাতিপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক সভা

নিজেস্ব প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাগাতিপাড়া মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেনজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহŸায়ক পুলক কুমার রায় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ এবং উপজেলার ২৬টি পুজা মন্ডব কমিটির সভাপতি ও সম্পাদক গণ।

প্রধান অতিথির বক্তব্যে এসপি মো. মারুফাত হুসাইন বলেন, এবারের মতো এত সুন্দর সরকার আমি দেখিনি, এ সরকার দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ কাজ করে যাচ্ছে। বাগাতিপাড়াকে সুন্দর রাখার জন্য আপনাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। আমি আজ পর্যন্ত একটি অবৈধ পথে কোন অবৈধ সুযোগ নেইনি। আমরা ভালোর চর্চা করি পুলিশ কোন অবৈধ কাজ করবে না।

তিনি বলেন, খবরের পাতায় বাগাতিপাড়ার পূজা নিয়ে যেন নেতিবাচক শিরোনাম না হয়। আপনারা-আমরা সবাই মিলে পূজা উদযাপন করবো। যার শিরোনাম হবে ‘বাগাতিপাড়ায় শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন হয়েছে।’

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …