শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে সাব রেজিস্ট্রারের কাছে দুঃখ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

লালপুরে সাব রেজিস্ট্রারের কাছে দুঃখ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানার সাথে অশোভন আচরণ ও মব জাস্টিসের জন্য দুঃখ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী সাব রেজিস্ট্রার মাসুদ রানার সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় দলিল লেখক, নকলনবিশসহ অফিসের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জানান, স্বৈরাচার পতনের পর দেশের নাগরিক সেবা দানকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করার অংশ হিসেবে লালপুর উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে আসেন শিক্ষার্থীরা। এসময় সাধারন সেবাগ্রহীতাদের মৌখিক অভিযোগ শুনে সাব রেজিস্ট্রার মাসুদ রানাকে বিভিন্ন দাবী দাওয়া মানতে চাপ প্রয়োগ করা হয়।মৌখিক অভিযোগের ভিত্তিতে মাসুদ রানার সম্পদ নিয়ে তদন্তের দাবি জানানো হয়। তবে শিক্ষার্থীরাও ছায়া তদন্ত নেমে এসব অভিযোগের অধিকাংশের সত্যতা পায়নি। তাই আগামীতে হয়রানিমুক্ত সাব রেজিস্ট্রার কার্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সাব রেজিস্ট্রারকে সহায়তার আশ্বাস দেয়া হয়। সাব রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, স্বৈরাাার পতনের পর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে দলিল রেজিস্ট্রেশনের ফি নির্ধারন করা হয়। তারপরও শিক্ষার্থীদের অপর একটি অংশ অফিসে এসে বিক্ষোভ করে আমাকে ব্যক্তিগত আক্রমন করে ও আমি মব জাস্টিসের শিকার হই। পরে আমার বিষয়ে তারা নিজেরাই খোঁজ নিয়ে জানতে পারে অভিযোগ ভিত্তিহীন ছিলো।বুধবার তারা এসে দুঃখ প্রকাশ করে গেছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …