নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ৫৯ ব্যাটালিয়ন বিজির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী দূর্গা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি শ্রী দিজেন সাহা, সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।
এসময় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী এলাকায় সব পূজা মন্ডলগুলোকে নিরাপত্তা দেয়া হচ্ছে। সেই সাথে দূর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবি সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আর সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন অপতৎপরতা চালাতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে।
পরে মন্দিরগুলোতে বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ দেয়া হয়।