শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনার

বড়াইগ্রামে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অন্যান্য বক্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন খ্রীষ্টান ও হিন্দু ধর্মীয় নেতারা। সেখানে তারা ভেদাভেদ ও বৈষম্য ভূলে সবাইকে এক সঙ্গে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। জামায়াতের অনুষ্ঠানে ভিন্ন ধর্মের নেতাদের এমন অংশগ্রহণের বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে আগতরা।
শনিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ আলম। মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন রা.বি’র ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান ও সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আব্দুল হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেয়া দু’জন হলেন-বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শঙ্কর ডমিনিক গমেজ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত সরকার। অনুষ্ঠানে ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ সাহাও উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াত নেতারা তাদের বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন চাইলে আসন্ন দূর্গাপুজায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, ছাত্র প্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার চার শতাধিক মানুষ অংশ নেন। 

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *