রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল এ বছর যাতে সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব বলেন তিনি।

ইউএনও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটিকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা ধর্ম ও বর্ণের মানুষের বাস বাংলাদেশে। এ দেশ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকবর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ডাহিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা. মো. এমরান আলী রানা প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …