শুক্রবার , সেপ্টেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নারী কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ কৃষক বিরুদ্ধে

নাটোরে নারী কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ কৃষক বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে প্রণোদনার কৃষি উপকরণ না পাওয়ায় এক নারী উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে।অভিযুক্ত ওই কৃষকের নাম মিলন।আর উপ-সহকারি কৃষি কর্মকর্তার নাম ইসরাত জাহান(৩২)।আহত অবস্থায় ইসরাত জাহানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে অভিযুক্ত মিলনের দাবী পাওনা টাকা চাইতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।কৃষি প্রণোদনার কোন ব্যাপার নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ইসরাত জাহানকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইসরাত অভিযোগ করেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার বিকেলে একডালা নারায়নপাড়ার মাঠে একজন কৃষকের ফসল দেখতে যান তিনি। সেখানে গেলে মিলন নামে আরেক কৃষক তার কাছে এসে জানতে চান কেন তাকে চলতি বছরের কৃষি প্রণোদনার দেওয়া হয়নি।নির্দিষ্ট সংখ্যক কৃষকের নামে আসা প্রণোদনাই পর্যায়ক্রমে বিতরণ করা হয় জানালে সে ক্ষিপ্ত হয় ও গালিগালাজ করে।একপর্যায়ে মিলন আরো বেশি ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা রড দিয়ে ইসরাতের মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ও দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসে। ভুক্তভোগী ইসরাত বলেন, আমরা ফসলের তথ্য সরকারকে দিই।কারা সরকারি প্রণোদনা পাওয়ার যোগ্য তা আমরা নির্ধারন করি না।এটা বোঝানোর পরও সে আমার উপর হামলা করে।আমি তাৎক্ষণিক থানাতে অভিযোগ জানাতে যাই তবে তারা আগে হাসপাতালে যেতে বলে।পরে হাসপাতালে ভর্তি হই। এ ব্যাপারে অভিযুক্ত কৃষক মিলন বলেন, আমি কৃষি প্রণোদনার কোন বিষয়ে তাকে কিছু বলিনি।ইসরাত আমার দুলাভাইয়ের বাসায় ভাড়া থাকতেন।তার ভাড়া বকেয়া ছিলো।এ টাকা চাইতে তার বাড়ি গেলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করে।আমি রাগ সহ্য করতে না পেরে একটা ব্যাগ ছুড়ে মারি তার মুখে।আমি জানতাম না কি ছিলো ব্যাগে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, বর্তমানে ইসরাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আমরা তার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছি। সদর থানা পুলিশের ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কোন অভিযোগ এখন পর্যন্ত পাইন। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …