নিজস্ব প্রতিবেদক, হিলি: নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে ট্রাক পরিবহন ধর্ম ঘটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি স্বভাবিক থাকলেও কোন পন্য বোঝাই ট্রাক পন্য নিয়ে এ বন্দর ছেড়ে যায়নি।
আজ বুধবার সকাল থেকে কোন পন্যবাহী পরিবহন চলাচল করেনি। বেলা সাড়ে ১১ টা থেকে ভারত থেকে আমদানি যোগ্য পন্য আসতে শুরু করে হিলি স্থলবন্দর দিয়ে। এদিকে হিলি পানামা পোর্টে পন্য সামগ্রী আনলোড শুরু হয় যথারিতি।
স্থানীয় ভাবে বন্দরে পাথর আনলোড চলছে এবং আমদানি কারকেরা আমদানিযোগ্য পন্য সামগ্রী নিজস্ব গোডাউনে রাখার জন্য ট্রাক লোডিং কাজ শুরু করেছে। তবে বন্দর থেকে কোন পন্য বোঝাই ট্রাক এই বন্দর ছেড়ে যায়নি।
এদিকে চালকেরা তাদের ট্রাক গুলো পার্কিং-এ রেখে তারা অলস সময় পার করছেন।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …