বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা

সিংড়ায় ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিজেকে এমবিবিএস ডিগ্রী ছাড়াই ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন এস এম হান্নান নামের এক ব্যক্তি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গত বুধবার বিকেলে একই বাজারে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬জনকে ৬টি মামলায় ১লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো: জহুরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মিতা রায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …