বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / Uncategorized / বড়াইগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ সভা

বড়াইগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা, আহত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা চত্ত্বরে আয়োজিত সভায় শহর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন। বিশেষ অতিথি হিসাবে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ চমক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বিএনপি নেতা ঈমান আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বক্তব্য রাখেন। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …