বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নাটোরের নলডাঙ্গায় খেলার মাঠ সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় খেলার মাঠ সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:  

মাদক কে রুখতে ক্রীড়াঙ্গনে ফিরতে খেলার মাঠ সংস্কারের দাবীতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকুল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ঠাকুরলক্ষীকুল উচ্চ বিদ্যালয় চত্বরে ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবী না মানা পযন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের মোবাইলে কথা বলে তাদের দাবী পূরণে আশ্বাস দিলে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার করেন।মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে অষ্টম শ্রেণির সোলেয়মান আলী,দশম শ্রেণির সুমনা,ইসরাত বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার ঠাকুরলক্ষীকুল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা কম হওয়ায় আমরা নিয়মিত খেলাধুলা করতে পারিনা।আশে পাশে তেমন কোন খেলার মাঠ নেই।তাই আমরা চাই আমাদের বিদ্যালয়ের খেলার মাঠের জন্য পযাপ্ত জায়গা বন্দোবস্ত করে খেলার মাঠ প্রশস্ত করে মাদক কে ও মোবাইল আসক্তি রুখতে ক্রীড়াঙ্গনে ফিরাতে প্রশাসনের হস্তক্ষেপ চাই।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …