শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাউয়েটের সিএসই’র বিভাগীয় প্রধানকে পূণর্বহালের দাবি

বাউয়েটের সিএসই’র বিভাগীয় প্রধানকে পূণর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক:  

বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)র সিএসই’র বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ গেলাম সরওয়ার ভূঁঞাকে জোরপূর্বক চাকরিচ্যুত করার প্রতিবাদ ও তাকে পূণর্বহালের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার এলামনাই এসোসিয়েশন এবং বর্তমান শিক্ষার্থীরা এই দাবি জানিয়েছেন। তারা জানান,বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞাকে গত ২৭ আগষ্ট ২০২৪ রাত ১২টার দিকে জোরপূর্বক চাকরি থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে সিএসই বিভাগের শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা জানান, অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসায় তাকে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কিছু অন্য বিভাগের শিক্ষার্থীরা জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছে। তারা আরও জানান, এই ঘটনায় তার এবং তার পরিবারের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সিএসই বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, এই বহিষ্কার কোনভাবেই স্বেচ্ছায় ছিল না এবং এ নিয়ে বোর্ড অব ট্রাস্টিজের তত্ত্বাবধায়নে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি আমরা। শিক্ষার্থীরা আশা ব্যক্ত করে বলেছেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, একটি আস্থার প্রতীক। আমরা বিশ্বাস করি, কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এখানে প্রশ্রয় পাবেনা। এদিকে, সিএসই বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপক ভূঁঞাকে ফিরিয়ে না আনলে এবং সঠিক ন্যায়বিচার না হলে ক্লাসে ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। এবিষয়ে অধ্যাপক মোহাম্মদ গেলাম সরওয়ার ভূঁঞাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা সিএসই বিভাগরে শিক্ষার্থীদের উপর হামালা, শিক্ষকের সাথে ধক্কা-ধাক্কি, মেয়েদের শরীরে আঘাত করছিল। ঐ সময়ে উদ্ভূত পরিস্থিতিতে আমার শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা, নিজের এবং সন্তানের জীবন বাঁচানোর জন্য চাকুরি থেকে স্বোচ্ছায় অব্যাহতি পত্র প্রদান করা ছাড়া আর কোন উপায় ছিল না। আমি স্পষ্টত উল্লেখ করছি যে, গত ২৭ আগষ্ট ২০২৪ ইং তারিখে চাকুরি থেকে অব্যাহতি গ্রহণ কোনভাবেই স্বেচ্ছায় ছিল না। যেহেতু প্রাণ নাশের হুমকির মুখে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করতে বাধ্য হই, যা কোনভাবেই স্বেচ্ছায় ছিল না। সুতরাং, আমার চাকুরি থেকে অব্যাহতি পত্রটি গ্রহণ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। পাশাপাশি যে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা আমার বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা, আমাকে ও আমার সন্তানের প্রাণ নাশের হুমকির মাধ্যমে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করেছে, এই ব্যাপারে বোর্ড অব ট্রাস্টিজের তত্ত্বাবধায়নে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সাথে সংশ্লিষ্ট সকল দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, একটি আস্থার প্রতীক। আমি বিশ্বাস করি, কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এখানে প্রশ্রয় পাবেনা। আমি আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রায় ০৮ বছর ধরে কাজ করেছি। এখান থেকে প্রাপ্ত একমাত্র উপার্জনের মাধ্যমে আমার পরিবার, দুই ছেলে-মেয়ের পড়ালেখা সহ অন্যান্য সকল ব্যয় বহন করতে হচ্ছে। আমার ছেলে অত্র প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের ছাত্র। আমার এই ৪৭ বছর বয়সে অন্যত্র এই মুহুর্তে চাকুরি ব্যবস্থা করা খুবই কঠিন। যার ফলে আমার পরিবারের ব্যয়ভার বহন ও ছেলে- মেয়ের পড়ালেখা হুমকির সম্মুখীন হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস গত ২৭ আগষ্ট ২০২৪ ইং তারিখে আমার সাথে ঘটে যাওয়া এই অন্যায়-জুলুমের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমি ন্যায়বিচার পাব । অতএব, গত ২৭ তারিখে প্রাণ নাশের হুমকির মাধ্যমে জোরপূর্বক চাকুরি থেকে অব্যাহতি পত্র গ্রহণ না করে আমাকে পুনরায় সিএসই বিভাগের অধ্যাপক পদে পূর্ণবহাল করতে এবং বোর্ড অব ট্রাস্টিজের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়বিচার করার দাবি জানান তিনি। এ বিষয়ে ডেপুটি রেজিস্টার আশরাফুল ইসলাম জানান, যে শিক্ষকের কথা বলা হচ্ছে তিনি নিজেই পদত্যাগ করে চলে গেছেন এবং তার পরিবর্তে নতুন শিক্ষককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে। আশা করছি সিএসই শিক্ষার্থীদের সাথে আজকেই আলোচনার মাধ্যমে অচল অবস্থায় নিরসন করা যাবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …