শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে অভিযান আটক-৩

সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে অভিযান আটক-৩

নিজস্ব প্রতিবেদক:  নাটোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী । আজ ৮ সেপ্টেম্বর রোববার বেলা ১১ টার দিকে নাটোর সদর থানায় আত্মসমর্পণ করলে মাসুমের ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমনকে আটক করে পুলিশ। এর আগে আজ ভোর চারটার দিকে কাউন্সিলর মাসুমের নিচাবাজারের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ৩টি চাইনিজ টিপ চাকু,২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩টি খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ এবং ৩টি অস্ত্রের বাট উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে মাসুমের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ, শরিফুর রহমান সুমনের স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে আটক করে যৌথ বাহিনী। পরে যৌথবাহিনী তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত কৃষ্ণ মোহন সরকার। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে জিল্লুর রহমান সবুজ এবং কেয়াকে ছেড়ে দেয়া হয়েছে। সুমনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …