নিজস্ব প্রতিবেদকঃ
প্রবীণদের ১৪ দফা অধিকার রক্ষার দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার নাটোর প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০ টার দিকে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়ালগের সহযোগিতায় ও চলন্তিকা গণপাঠাগারের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সকল ক্ষেত্রে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রক্ষা, দেশের সকল সরকারী-বেসরকারী হাসপাতাল ও পরিবহনে প্রবীণদের জন্য আসন সংরক্ষণ, প্রবীণ ব্যক্তি আদালতে অপরাধী প্রমাণিত হলে তাকে হ্যান্ডকাপ বা দড়ি না ব্যবহার করা, কারাগারে প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার ওপরে বিশেষ লক্ষ্য রাখাসহ ১৪ দফা দাবী আদায়ে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্ম ফর ডায়ালগের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্বাস আলী, অমর ডি কস্তাসহ নের্তৃবৃন্দ।
এ সময় বক্তারা প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন করা সহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …