রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

  নিজস্ব প্রতিবেদক:  

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মৃত গৃহবধূ মর্জিনা বেগম নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের জামাল হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরধরে রবিবার দুপুরে সবার অজান্তে শয়ন ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে মর্জিনা বেগম। পরে পরিবারের লোকজন টের পেয়ে মর্জিনা বেগমকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা রবিবার সন্ধ্যায় মর্জিনা বেগমের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। 

এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খবর পেয়েছি। এবিষয়ে বগুড়া সদর থানায় ইউডি মামলা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …