নিজস্ব প্রতিবেদক: নাটোরে শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে ১৩৭ জনের নাম উল্লেখ করে আরো একটি এজাহার দায়ের করা হয়েছে। আজ ২৬শে আগস্ট সোমবার সকালে নাটোর সদর থানায় এই এজাহার দায়ের করা হয়। নাটোর শহরের চৌধুরী বরগাছা এলাকার রমজান আলীর ছেলে মেহেদী হাসান রবিন (২৮)কে হত্যার দায়ে এই এজাহার দায়ের করেন নিহত রবিনের মামা সোহেল রানা। এজাহার সূত্রে জানা যায়, এজাহারে উল্লেখিত নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে বিবাদীরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করায় মেহেদী হাসান রবিনকে শহরের চৌধুরী বরগাছা এলাকা থেকে ৫ আগস্ট ধরে নিয়ে গিয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি জান্নাতি প্যালেসে আটকে রাখেন। পরের দিন ৬ আগস্ট জান্নাতি প্যালেসে আগুন দিয়ে বিবাদীরা পালিয়ে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন মেহেদী হাসান রবিন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৭ আগস্ট তার মৃত্যু হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহার দায়েরের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত বলেও তিনি জানিয়েছেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সংসদ সদস্য শিমুলকে প্রধান করে ১৩৭ জনের নাম উল্লেখ করে আরো একটি এজাহার দায়ের
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …