সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / এসিআই এর নাটোরের সেরা ডিলারকে সংবর্ধনা ও কেক কাটা

এসিআই এর নাটোরের সেরা ডিলারকে সংবর্ধনা ও কেক কাটা

নিজস্ব প্রতিবেদক:  এসিআই প্রিমিও প্লাষ্টিক লিমিটেড এর ক্যাপ্টেন গ্রুপের সেরা রিটেলিং ডিলারকে সংবর্ধনা প্রদান করা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর মারকাজ মসজিদের সামনে মের্সাস নাটোর সাইকেল ষ্টোর এর সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহিন কে রাজশাহী বিভাগের চারটি জেলার মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে সেরা ডিলার হিসেবে সংবর্থনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসিআই প্রিমিও প্লাষ্টিক লিমিটেডের ক্যাপ্টেন গ্রুপের বগুড়া রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আলী আসগার রেজা, রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, নাটোর জেলার সেলস অফিসার কাঞন কুমার সরকার সহ অন্যান্য সেলস অফিসার উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে ফসলী জমিতে পুকুর খননের দায়ে ১ জনের ২মাসের জেল সহ ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে তিন ফসলী জমিতে পুকুর খননের দায়ে একজনকে ৫ লক্ষটাকা জরিমানা অনাদায়ে …