নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান(৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর এলাকায় একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মাহবুবুর রহমান বাসুদেবপুর উত্তরপাড়া এলাকার ইমান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত দশটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি মাহবুবুর রহমান। পরে আজ সকালে বাসুদেবপুর এলাকার একটি পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ও নাক মুখে রক্ত দেখা গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নাটোর নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনয়ারুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মারা তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থানায় আসছেন তাদের কাছ থেকে অভিযোগ নেয়া হবে। কিন্তু কে বা কার া তাকে হত্যা করেছে তা জানা যায়নি। অভিযোগ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …