সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান 

বড়াইগ্রামে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান 

 নিজস্ব প্রতিবেদক:  

নাটোরের বড়াইগ্রামে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক কে অপসারণের দাবিতে ঐ কলেজের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (২১ আগষ্ট) দুপুরে বড়াইগ্রাম উপজেলা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অধ্যক্ষ মোঃ তুগলক, রাজাপুর ডিগ্রী কলেজ, বড়াইগ্রাম, নাটোর, কলেজ প্রতিষ্ঠার (১৯৯৫ সাল) থেকে নিয়োগ বানিজ্য- ডিগ্রী (১২ জন) অনার্স (৪২) জন, ডিগ্রী ৩য় শিক্ষক (৯জন) নিয়োগে ব্যাপক অনিয়ম, ছাত্র/ছাত্রীদের-ভর্তি ফি, সেশন পরীক্ষা ফি, ফরম পুরণ অতিরিক্ত আদায় এবং আদায়কৃত অর্থ আনুমানিক (১২/১৩ কোটি) আত্মসাৎ করে ফ্লাট বাড়ী, মার্কেট ক্রয় করে বিলাস বহুল জীবন-যাপন করছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অধিকার আদায়ে শত শত ছাত্ররা জীবন দিয়েছেন অথচ অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক ছাত্রদের অন্দোলনের বিরুদ্ধে ৪ই আগষ্ট মিছিল-মিটিং এ অংশ গ্রহণ করেছে এবং আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের কলেজ থেকে বহিস্কার বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। বর্তমানে অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক গত ০৫ আগষ্ট হতে অদ্যবধি পর্যন্ত কলেজে অনুপস্থিত থেকে তার নিজস্ব লোক দ্বারা কলেজের অন্যন্ত জরুরী নথিপত্র তার নিয়ন্ত্রণে বাড়ীতে বা অন্য কোথাও গোপন করছে।ছাত্র/ছাত্রীদের শিক্ষা জীবনের নিশ্চয়তার লক্ষ্যে এবং শিক্ষক কর্মচারীদের নির্ভয়ে পাঠদান করানোর জন্য অধ্যক্ষকে অপসারণ প্রয়োজন বলে উল্লেখ করেন স্মারকলিপি জমাদানকারী ছাত্র-ছাত্রী । এ সময় উপজেলা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে এবং আশ্বস্ত করে জানান, স্মারকলিপিতে উল্লেখকৃত সকল অনিয়ম ও দুর্নীতি তদন্ত সাপেক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …