রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঢাকায় গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন

ঢাকায় গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:   বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কন্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সাংবাদিকরা। মঙ্গলবার(২০ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দুর্বৃত্তরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুনীতিবাজ, দেশবিরোধী ওদুষ্করকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহবান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করুন। বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর’র নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চলনায় বক্তব্যে রাখেন- কালেক কণ্ঠ ও চ্যালেন আই’র প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজমুল হাসান, এস এম কামাল হোসেন, জালাল উদ্দিন, বুলবুল আহমেদ, মোস্তাফিজুর রহমান টুটুলসহ অনেকে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …