সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়েআমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়েআমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে
পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট
দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-
রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট
এসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান,ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ
থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ
থাকবে। ছুটি শেষে শনিবার সকাল ১১ টা থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন,দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি
বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …