রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে বারঘোরিয়া ব্রিজ চত্ত্বরে এ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ।

সকাল ১০ টার দিকে গণঅধিকার পরিষদের নেতারা ছোট-বড় যানবাহনের চালকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে জানানো হয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মহানন্দা সেতুতে এখনো টোল নেয়া হচ্ছে। অথচ এ সময়ের মধ্যে সেতুর নির্মাণ ব্যয়ের কয়েকগুন টাকা আয় হয়েছে টোল থেকে। এ অবস্থায় জনসাধারণের কথা ভেবে সেতুটি টোলমুক্ত করা উচিত।

এদিকে মানববন্ধনের পর সেনাবাহিনীর উপস্থিতিতে টোল আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারো টোল আদায় শুরু হবে। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …