বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে বারঘোরিয়া ব্রিজ চত্ত্বরে এ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ।

সকাল ১০ টার দিকে গণঅধিকার পরিষদের নেতারা ছোট-বড় যানবাহনের চালকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে জানানো হয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মহানন্দা সেতুতে এখনো টোল নেয়া হচ্ছে। অথচ এ সময়ের মধ্যে সেতুর নির্মাণ ব্যয়ের কয়েকগুন টাকা আয় হয়েছে টোল থেকে। এ অবস্থায় জনসাধারণের কথা ভেবে সেতুটি টোলমুক্ত করা উচিত।

এদিকে মানববন্ধনের পর সেনাবাহিনীর উপস্থিতিতে টোল আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারো টোল আদায় শুরু হবে। 

আরও দেখুন

সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া …