রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরকরা যাবে না-টিপু

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরকরা যাবে না-টিপু

নিজস্ব প্রতিবেদক:  

লালপুর,নাটোর,১২ আগষ্ট:
বিএনপির নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুর করবেন না।
এছাড়া কোন মানুষের ওপরেই হামলা,বাড়ী, দোকান,স্থাপনা ভাংচুর সহ লুটপাট করা
যাবে না। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যদি এসবের সাথে জড়িত
থাকেন। তবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির
যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গনসংযোগ করার সময় নেতাকর্মীদের
উদ্দেশ্যে এসব কথা বলেন। সোমবার সকালে তিনি নাটোরের লালপুর উপজেলার
গোপালপুর বাজার সহ বিভিন্ন বাজারে গনসংযোগ করেছেন। এসময় বিএনপি ও
অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …