রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত

নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  নাটোরে শিক্ষার্থীদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট রোববার সকাল দশটার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোর জেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই গণর সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে বৈষম্য বিরোধী যে ছাত্র কমিটি গঠন করা হয়েছিল তা বিলুপ্ত ঘোষণা করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন অন্যতম সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ, আন্দোলনে আহত রাহী সহ শিক্ষার্থীদের সমন্বয়করা। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ও নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। নাজমুল হাসান তার বক্তব্যে শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে বর্তমানে যে সকল কর্মকান্ডে তারা জড়িত সে সকল পরিচালনা করার সময় মানুষের সাথে বিনয়ী আচরণ করার অনুরোধ জানান। সভায় অন্যান্য বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …