রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক:  

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহবুব আলম বুলবুল (৪৭) নিহত হয়েছে। 

রবিবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাসস্ট্যান্ডে দূর্ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় আহত হয় তার সহধর্মিণী। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। 

নিহত মাহবুব আলম বুলবুল সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম বুলবুল তার সহধর্মিণীকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে রণবাঘা বাসস্ট্যান্ডে পৌঁছিলে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার সহধর্মিণী গুরুতর আহত হয়। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইনের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে থানার কোনো অভিযোগ হয়নি। তাই পরিবারের লোকজন এসে মরদেহটি নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …