রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা

নাটোরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা

নিজস্ব প্রতিবেদক:  নাটোর প্রতিনিধি সারাদেশে চলমান সহিংসতায় সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আজ ১০ আগস্ট শনিবার বিকেলে শহরের কানাইখালী এলাকার প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে শহরের সকল সনাতন ধর্মাবলম্বীরা এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে যোগদান করেন। বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের লালবাজার এলাকার শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সাংবাদিক এবং সমাজকর্মী দেবাশীষ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, নারী নেত্রী এ্যাডভোকেট মানসী ভট্টাচার্য, জেলা হিন্দু মহাজোটের সভাপতি এ্যাডভোকেট ভাস্কর বাগচী, যুব হিন্দু মহা জোটের সভাপতি সুজিত ঘোষ, ইসকনের নাম প্রেম চাঁদ প্রভু সহ নেতৃবৃন্দ। চলমান সহিংসতায় সারাদেশে সংঘটিত সংখ্যালঘুদের ওপরে নির্যাতন, লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ বন্ধ করতে হবে। অবিলম্বে এই সকল নারকীয় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। হিন্দু সুরক্ষা আইন করতে হবে এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয় এই সমাবেশে। পরিতোষ অধিকারী

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …