নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি শেখ হাসিনা সরকার পতনের পর থানা ভাংচুর লুটপাট ও পুলিশের নিরাপত্তায় কর্মবিরতী পালন করছেন নাটোরের পুলিশ সদস্যরা। এজন্য থানার নিরাপত্তা দিতে পাহারা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এদিকে পুলিশ সদস্যরা কর্মে না ফেরায় সকাল থেকে শহরের যানজট নিরসন ও সড়কের শৃং্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষাথর্ী, স্কাউট, আনসার, ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সড়কে কর্মরত শিক্ষাথর্ীরা জানান, সড়কের শৃংখলা ফেরাতে যতদিন পর্যন্ত পুলিশ মাঠে কাজ শুরু না করবেন ততদিন পর্যন্ত কাজ করে যাবেন তারা। তারা আরো জানান, যে সকল চালকরা আইন মানছেন না তাদের দাঁড় করিয়ে যানজট নিরসনে কাজ করিয়ে নেয়া হচ্ছে। এতে করে বেশ সাড়া পাচ্ছেন তারা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …