রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

নাটোরে ১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:  অনুষ্ঠিত নাটোর প্রতিনিধি নাটোরে ১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর পুলিশ লাইন্সের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত করে ইউনিফর্মের রং পরিবর্তন, কনস্টবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড, পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়। এই দফা না মানা পর্যন্ত কোন পুলিশ সদস্য তাদের কাজে যোগদান করবে না বলে জানিয়ে দেন তারা। বিক্ষোভ মিছিলটি পুলিশ লাইন্সের সামনে রাস্তায় প্রদক্ষিণ করে এসে প্রধান ফটোকে শেষ হয়। সেখানেই তারা ওই ১১ দফা দাবি উত্থাপন করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …