রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরে যানজট নিরসনে দ্বিতীয় দিনের মত কাজ করছেন স্কাউট ও  শিক্ষার্থীরা

নাটোর শহরে যানজট নিরসনে দ্বিতীয় দিনের মত কাজ করছেন স্কাউট ও  শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:  

নাটোর শহরে যানজট নিরসনে দ্বিতীয় দিনের মত কাজ করছেন স্কাউট ও  শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রাণ কেন্দ্র ছায়াবানী হল এলাকার দুইটি ট্রাফিক মোড় সহ বিভিন্ন ট্রাফিক মোড় এলাকায় প্রথম দিনের মত জাতীয় পতাকা শরীরে জড়িয়ে যানবাহন গুলো শৃংখল ভাবে চলাচলে সহযোগিতা করছেন তারা।প্রয়োজনে তারা পথচারীদের হাত ধরে রাস্তা পারাপার হতেও সহযোগিতা করছেন।

ট্রাফিক ডিউটি পালনরত সিনিয়র রোভার মেট জাকির হোসেন জানান, সাড়া দেশে পুলিশ কর্ম বিরতি পালন করছেন। এতে করে শহরের প্রধান সড়ক গুলোতে যেন যানজট সহ দূর্ঘটনাও ঘটতে পারে।  এ অবস্থায় যাতে জনসাধারণ দূর্ভোগে না পড়েন সে জন্যই তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। রোভার মেট আরো জানান, যতদিন ট্রাফিক পুলিশ তাদের কর্মে না ফিরবেন তত দিন পর্যন্ত তারা শহরের সড়কের শৃংখলা ঠিক রাখতে কাজ করে যাবেন। এসময় দায়িত্ব পালন করেন দিঘাপতিয়া এম কে কলেজের রোভার স্কাউট সদস্য সৈকত আলী, আব্দুল্লাহ রিফাত, মালা খাতুন, নুপুর, সালমা সুমাইয়াসহ অন্তত ২০জন সদস্য।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …