সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল

লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল

 নিজস্ব প্রতিবেদক:  

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন লালপুরের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েকশত  শিক্ষার্থীসহ সাধারণ জনতা। 

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে প্রথমে উপজেলার বিলমাড়িয়া বাজারে তারা সমবেত হয়। পরে মিছিল নিয়ে বিলমাড়িয়া টু লালপুর সড়কের লালপুরের দিকে অগ্রসর হতে থাকে এবং মোমিনপুর  ঝাপরা-বটতলাই এসে শেষ হয়।  এসময়ে শিক্ষার্থী ও জনতা তাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। 

এদিকে রামকৃষ্ণপুর চিনি-বটতলা এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ বলেন,  যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিলো। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

পরিতোষ অধিকারী 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …