সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে পদ্মা চরে ৩৫ হাজার গাছের চারা রোপণ 

লালপুরে পদ্মা চরে ৩৫ হাজার গাছের চারা রোপণ 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলা বন বিভাগের আয়োজনে পদ্মার চরাঞ্চলে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপণ করা হয়েছে। বন বিভাগ অফিসের মাধ্যমে এই তথ্য জানা গেছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,লালপুর থানার ওসি নাছিম আহমেদ,লালপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ,আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এ,বি,এম আব্দুল্লাহ,সাংবাদিক শাহ আলম সেলিম,আব্দুল মোত্তালেব রায়হান এবং ইউসুফ হুসাইন প্রমুখ। বন বিভাগের আয়োজনে চরাঞ্চলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় তিনি সামাজিক বনায়নের ৩২ জন সদ্যসর  প্রতি জনের হাতে ৩৯ হাজার ৩শ ৮৮ টাকার চেক তুলে দেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …