রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষেরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষেরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:প্রেস বিজ্ঞপ্তি, ৩০ জুলাই ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায় শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। যেকোন দুঃসময়ে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে। আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের সকলের জন্য দোয়া করবেন।

খাদ্য বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু,  ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা. ফ.ম.আ জাহিদ,উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শামসুজ্জামান আওয়াল, নজরুল ইসলাম তোতা, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, আব্দুস সালাম, ইসমাঈল হোসেন, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেছুর রহমান কচি, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ, মহানগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনা, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …