মঙ্গলবার , সেপ্টেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / অস্ত্র ও গুলি উদ্ধার লালপুরে আওয়ামীগ নেতা মঞ্জু হত্যার আসামি স্বপন আটক

অস্ত্র ও গুলি উদ্ধার লালপুরে আওয়ামীগ নেতা মঞ্জু হত্যার আসামি স্বপন আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোর লালপুরের গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ—সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যা মামলার পলাতক আসামী স্বপনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার বাহাদীপুর ডাব বাগান এলাকা থেকে স্থানীয়দের সহয়তায় লালপুর থানার পুলিশ তাকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ১ টি রিভলবার সহ ৬ টি তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানা গেছে। সে মঞ্জু হত্যা মামলার এজাহার ভুক্ত ৪ নাম্বার আসামি । জানা যায়,৩০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে মঞ্জুকে গুলি করে হত্যা করে চলে যায় দুবৃর্ত্তরা। এঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা ১৬ জনের নাম সহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন। লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ অস্ত্র ও গুলি উদ্ধার সহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …