নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ২৪ ব্যাচের জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে আজ ১৭ জুলাই বুধবার কাদিরাবাদ সেনানিবাসের স্যাপার কনভেনশন হলে আনন্দে মেতেছিল লালপুর- বাগাতিপাড়া দুই উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। সকাল ৯টার দিকে শিক্ষার্থীদের প্রবেশের কথা থাকলেও সাড়ে আটটার টার আগেই তারা আসতে শুরু করে। উৎসবে অংশ নিতে লালপুর এবং বাগাতিপাড়া দুই উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ৫৮৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। শিক্ষাই সেবা-সেবাই শিক্ষা এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, দয়রামপুর, বাগাতিপাড়া নাটোর-এর আয়োজনে এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল ৯:০০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। ধুপইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামীম ইকবাল এবং আর্মি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিসার মোঃ নাজমুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও গোপালপুর ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনেছ আলী সরদার। বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, যশোর এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হামিদুল হক। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব নয় দেশ ও সমাজের সব ক্ষেত্রে নিজেকে অনন্য হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক, সামাজিক এবং নৈতিক মানুষ হিসেবে নিজেকে ২১শতকের স্মার্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। অনুষ্ঠানে ৫৮৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। ক্রেস্ট এবং সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী বলেন, এমন মহতী উদ্যোগ সত্যিই আমাদেরকে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান শিক্ষার্থীদের শিক্ষণ শিখনের ৬টি স্তর সম্পর্কে বিস্তারিত বলেন এবং শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে তাঁদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) ও প্রধান পৃষ্ঠপোষক, শিক্ষা উউন্নয়ন ফাউন্ডেশন, দয়ারামপুর, বাগাতিপাড়া, নাটোর। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মুলক কথা বলেন এবং ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে সুচিন্তিত পরামর্শ দেন। দুই উপজেলা থেকে আগত প্রায়, ৫৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, দুই উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দুই উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত ইংরেজি শিক্ষকদের নিয়ে আত্ম-উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি২০২৪ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …