সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / এক যুবকের মরদেহ উদ্ধার

এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামের পশ্চিম মালিপাড়া এলাকা থেকে গতকাল বুধবার সকালে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফ উপজেলার মাঝগাঁও উত্তরপাড়ার আবু তাহেরের পুত্র। উদ্ধারকালে তার পরণে ছিল নীল রংয়ের হাফ প্যান্ট কিন্তু তার গায়ে কোনো পোশাক ছিল না। 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার আলামত দেখে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক খুটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বৈদ্যুতিক শকে ছিটকে পড়ে তার মৃত্যু হতে পারে। যেহেতু খুঁটিতে সংযুক্ত বৈদ্যুতিক ড্রপতার ঝুলন্তাবস্থায় খুঁটি থেকে বিচ্ছিন্ন ছিল। তবে ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তার কাটা প্লাস উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …